মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত ৫ জন এখনো মৃত্যুর মুখোমুখি

এনআইবিপিএসের আবাসিক সার্জন ডা: শাওন বিন রহমান সোমবার জানিয়েছেন, এর আগে ৩১ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট |ফাইল ছবি

রাজধানীর মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত পাঁচজন রোগী এখনো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (এনআইবিপিএস) চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা গুরুতর।

এনআইবিপিএসের আবাসিক সার্জন ডা: শাওন বিন রহমান সোমবার জানিয়েছেন, এর আগে ৩১ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

তিনি আরো জানান, এ পর্যন্ত ইনস্টিটিউটে ২০ জন দগ্ধ রোগীর মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুর ১টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান উড্ডয়নের পরপরই উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজের একটি দোতলা ভবনে আছড়ে পড়ে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ওই দুর্ঘটনায় পাইলটসহ মোট ৩৫ জন নিহত হয়েছেন।

সূত্র : বাসস