ফায়ার সার্ভিস

মিরপুরে রাসায়নিক গুদাম ‘নিরাপদ নয়’, আগুন নেভাতে সময় লাগবে

নয়া দিগন্ত অনলাইন
ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিসের হ্যাজমেট টিম
ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিসের হ্যাজমেট টিম |ইন্টারনেট

মিরপুরে রাসায়নিক গুদামটির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ ও নির্বাপন করা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তারা বলছে, এতে ‘দীর্ঘ সময় লাগবে’।

আজ বুধবার সকালে ফায়ার সার্ভিস এ কথা জানিয়েছে।

ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফিংকালে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান বলেন, ‘সকালে রাসায়নিক গুদামের মেইন গেট খুলে দেখেছি। প্রচণ্ড ধোঁয়া আছে ভেতরে। সাদা ধোঁয়ার জন্য ভেতরে ঢোকা যাচ্ছে না। অপারেশন কাজের জন্য এখনো নিরাপদ নয়। দীর্ঘ সময় লাগবে অপারেশন শেষ করতে। আমাদের কার্যক্রম চলমান আছে।’

তিনি বলেন, বিশেষজ্ঞরা জায়গাটি পরিদর্শন করেছে এবং তাদের পরামর্শ অনুযায়ী সব প্রস্তুতি নিয়ে সেখানে উদ্ধার কাজ চালানো হবে।

ফায়ার সার্ভিস জানায়, তাদের একটি হ্যাজমেট টিম দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া অধ্যাপক ইয়াসির আরাফাতের নেতৃত্বে বুয়েটের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

উল্লেখ্য, হ্যাজমেট টিম ফায়ার সার্ভিসের একটি বিশেষায়িত টিম, যারা রাসায়নিক বা বিপজ্জনক পদার্থের কারণে সংঘটিত অগ্নিকাণ্ডের ক্ষেত্রে উদ্ধার কাজ পরিচালনা করে থাকে।