রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল যুবকের

রাজধানীর যাত্রাবাড়ীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোহাম্মদ ইকবাল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন; গাড়িটি আটক হলেও চালক পলাতক।

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka
রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন
রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন |প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোহাম্মদ ইকবাল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে এ যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

নিহত ইকবালের ভাই মো: তরিকুল ইসলাম বলেন, আমরা বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার পশ্চিম চোখ এলাকার মরহুম আবুল হোসেনের সন্তান। ইকবাল যাত্রাবাড়ী এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিনি ব্যবসা করতেন, তার এক ছেলে রয়েছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান জানান, খবর পেয়ে যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় দুর্ঘটনায় আহত ইকবাল হোসেন নামের এক ব্যক্তির লাশ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরো বলেন, স্থানীয় লোকের মাধ্যমে জানতে পারি যে ইকবাল যাত্রাবাড়ী কলাপট্টি এলাকায় রাস্তা পারাপারের সময় দক্ষিণ সিটি করপোারেশনের একটি ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হণ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় ময়লার গাড়িটি আটক করা হয়েছে, সেটি যাত্রাবাড়ী থানায় পুলিশ হেফাজতে রয়েছে।

গাড়িচালক পলাতক রয়েছে বলেও জানান মোহাম্মদ মিজানুর রহমান।