যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

শুক্রবার রাতে ঘুমন্ত অবস্থায় এসি বিস্ফোরণের পর মুহূর্তেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে তার বোন, ভগ্নিপতি ও দুই ভাগ্নে দগ্ধ হন।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট |সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন সদস্য দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশের একটি ভবনের সপ্তম তলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো: তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০), দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)। তুহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করেন। তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলায় বলে জানা গেছে।

দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, চারজনের অবস্থাই গুরুতর।

দগ্ধ ইবার বোন ফারজানা আক্তার জানান, শুক্রবার রাতে ঘুমন্ত অবস্থায় এসি বিস্ফোরণের পর মুহূর্তেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে তার বোন, ভগ্নিপতি ও দুই ভাগ্নে দগ্ধ হন। আশপাশের ভাড়াটিয়ারা আগুন নিয়ন্ত্রণে এনে রাতেই তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।