বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় সোহাগ হাওলাদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল চালক সাইদুল ইসলাম।
রোববার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী শাখারিয়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
সোহাগ হাওলাদার উপজেলার পশ্চিম চিলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
সূত্রে জানা গেছে, রাতে সোহাগ হাওলাদার মোটরসাইকেলে করে পটুয়াখালী যাচ্ছিলেন। শাখারিয়া বাসস্ট্যান্ডে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ভ্যানগাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি সড়কের পাশে ছিটকে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত সাইদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো: সাইদুল ইসলাম জানান, নিহতের লাশ পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। স্বজনরা হাসপাতাল থেকেই লাশ গ্রহণ করতে পারবেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।