মৌলভীবাজারের কুলাউড়া-বড়লেখা সড়কে পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারওয়ান আহমদ (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
রোববার (২৬ অক্টোবর) রাত ১১টার দিকে কুলাউড়া উপজেলার ছামি ইয়ামি রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মারওয়ান আহমদ বড়লেখা উপজেলার কাঠালতলী গ্রামের ফয়সল আহমদের ছেলে। তিনি বড়লেখা ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



