আগারগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আগারগাঁওয়ের একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে আবু মুসা (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মাচান বেঁধে কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে।

নিজস্ব প্রতিবেদক
আগারগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে
আগারগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে |প্রতীকী ছবি

রাজধানীর আগারগাঁও এলাকার একটি নির্মানাধীন ভবনে মাচান বেঁধে কাজ করার সময় নিচে পড়ে মো: আবু মুসা (২৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে তাকে উদ্ধা করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবু মুসা রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়ার মানিকচর গ্রামের মো: সাদিকুল ইসলামের ছেলে। তিনি আগারগাঁওয়ের একটি বাসায় ভাড়া থাকতেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো: বাদশা মিয়া বলেন, আগারগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় মাচান বেঁধে বেলা সাড়ে ১১টার দিকে প্লাস্টারের কাজ করার অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন আবু মুসা। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে নিউরোসাইন্স হাসপাতালে নিয়ে গেলে ওখানে তার অবস্থার অবনতি হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।