রাজধানীর যাত্রাবাড়ী ধোলাইপাড় এলাকার একটি আবাসিক হোটেল থেকে জহিরুল ইসলাম রাকিব (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাকিব শরীয়তপুর জেলার জাজিরা থানার কাজী কান্দি এলাকার মোহাম্মদ সাইদুর রহমানের ছেলে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ফরহাদ আলী জানান, মঙ্গলবার সন্ধ্যায় ধোলাইপাড় রোডের আশা মনি আবাসিক হোটেলের দ্বিতীয় তলার ২০৬ নম্বর কক্ষের মেঝে থেকে লাশটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরো জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর দুপুরে রাকিব ওই কক্ষে ওঠেন। পরে বিছানার চাদর ব্যবহার করে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি হাতলিখা চিরকুট উদ্ধার করা হয়েছে, যাতে লেখা ছিল- ‘আমার লাশটা বাড়িতে পাঠিয়ে দিয়েন আমার মায়ের কাছে।’
পুলিশ জানিয়েছে, আত্মহত্যার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।