সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয় মসজিদে আগুন

সন্ধ্যা ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তা নিয়ন্ত্রণে চলে আসে।

নয়া দিগন্ত অনলাইন
ইউএনবি

রাজধানীর মগবাজার এলাকার সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয়ের মসজিদে আগুন লেগেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তা নিয়ন্ত্রণে চলে আসে।

স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে।

ঘটনাস্থলে দমকল বাহিনীকে ডাকা হয় এবং তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।

কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছিল তা তদন্ত করছে কর্তৃপক্ষ।

সূত্র : ইউএনবি