পূর্বাচলে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত

‘আমার ভাইসহ ওরা তিন বন্ধু মোটরবাইকে ঘুরতে যায়, পরে বাসায় ফেরার পথে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।’

নিজস্ব প্রতিবেদক
মোটরসাইকেল দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত
মোটরসাইকেল দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত |নয়া দিগন্ত গ্রাফিক্স

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফিটে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো এক শিক্ষার্থী।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাতে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। একজন চিকিৎসাধীন রয়েছেন।

আহতের ভাই মোহাম্মদ মাহফুজ জানান, আমার ভাইসহ ওরা তিন বন্ধু মোটরবাইকে ঘুরতে যায়, পরে বাসায় ফেরার পথে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি দু’জনের মৃত্যু হয়েছে আর আমার ভাইকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে এলে ভর্তি দেয়া হয়েছে।

তিনি আরো জানান, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের এইচএসসি পরীক্ষার্থী আমাদের গ্রামে বাড়ি, ফরিদপুর জেলার বোয়ালমারী থানা এলাকার লুৎফুর রহমানের সন্তান। বর্তমানে, ক্যান্টনমেন্ট বালুরঘাট এলাকার ৯৫/৬ নম্বর বাসায় পরিবারে সাথে থাকতো।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফিট এলাকা থেকে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় আহত হয়ে একজন এসেছে আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে দু’জন মারা গেছেন।