মিরপুরে বাসে দুর্বৃত্তদের গুলি ও অগ্নিসংযোগ

শুক্রবার সকাল ৭টার দিকে মেট্রোরেলের ২৬৬ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নয়া দিগন্ত অনলাইন
মিরপুরে বাসে দুর্বৃত্তদের গুলি ও অগ্নিসংযোগ
মিরপুরে বাসে দুর্বৃত্তদের গুলি ও অগ্নিসংযোগ |সংগৃহীত

রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তদের গুলি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার সকাল ৭টার দিকে মেট্রোরেলের ২৬৬ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাসের চালক, সহকারী ও যাত্রীদের বরাতে ওসি জানান, বাসটি সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি হাতের ইশারায় থামানোর সংকেত দেন। বাস থামানোর পর চালক ও সহকারীকে মারধর করে বাস থেকে নামিয়ে দেন তারা। যাত্রীরাও আতঙ্কে বাস ত্যাগ করেন। এরপর দুর্বৃত্তরা বাসের সামনের গ্লাস লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং বাসে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার কারণ সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, ‘সম্প্রতি আলিফ পরিবহন থেকে কিছু কর্মীকে ছাঁটাই করা হয়েছে। বাস মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে, ছাঁটাই হওয়া কর্মীদের একটি ক্ষুব্ধ অংশ এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে।’ বাস মালিকদের মামলা করার পরামর্শ দেয়া হয়েছে বলেও জানান তিনি।