শাহজালাল বিমানবন্দরে আগুন ‘নাশকতা নয়’, তদন্ত প্রতিবেদন জমা

‘আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছিল বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
শাহজালাল বিমানবন্দরে আগুন
শাহজালাল বিমানবন্দরে আগুন |ফাইল ছবি

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে সম্প্রতি যে আগুন লেগেছে, সেখানে ‘নাশকতার প্রমাণ পাওয়া যায়নি’ বলে প্রতিবেদন দিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) কমিটির সদস্যরা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন।

এরপর ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছিল বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত ১৮ অক্টোবর বিমানবন্দরটির কার্গো ভিলেজে ভয়াবহ ওই আগুনের ঘটনা ঘটে। প্রায় ১৭ ঘণ্টা ধরে জ্বলা আগুনে সেখানকার আমদানি অংশের প্রায় সব মালামাল পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের ওই ক্ষতির পরিমাণ প্রায় ১২ হাজার কোটি টাকা বলে দাবি করেন ব্যবসায়ীরা।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তখন স্বরাষ্ট্রসচিবকে প্রধান করে একটি কোর কমিটি গঠন করেছিল সরকার। মঙ্গলবার কমিটির সদস্যরা তদন্ত প্রতিবেদন জমা দিলেন। বিবিসি