রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

‘আমাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার আন্ধা এলাকায়। আমার ভাতিজা মহাখালী কড়াইল বস্তি এলাকায় পরিবার নিয়ে থাকত। তার দুই মেয়ে এক ছেলে রয়েছে।’

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka City
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১ |প্রতীকী ছবি

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় মো: দেলোয়ার হোসেন(৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে গুলশান আজাদ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি পেশায় ব্যাটারিচালিত অটো রিকশার চালক।

দুর্ঘটনার শিকার ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত দেলোয়ারের চাচা আবুল কাশেম জানান, আমার ভাতিজা পেশায় একজন ব্যাটারিচালিত অটো রিকশার চালক। রাতে রিকশা নিয়ে গুলশান আজাদ মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি মোটরবাইক রিকশাকে ধাক্কা দেয়। এতে ভাতিজা রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। পরে আমরা খবর পেয়ে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার আন্ধা এলাকায়। আমার ভাতিজা মহাখালী কড়াইল বস্তি এলাকায় পরিবার নিয়ে থাকত। তার দুই মেয়ে এক ছেলে রয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।