ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্থায়ী ব্যবস্থায় পণ্য খালাস শুরু হয়েছে।
এই গুরুত্বপূর্ণ কার্যক্রম সহজতর করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আপাতত জিএসই মেইনটেনেন্স নামক স্থানে পণ্য রাখার জন্য স্থান নির্ধারণ করেছে।
রোববার এক বার্তায় বলা হয়, কাস্টমস কর্তৃপক্ষ এই স্থানে পণ্যের কায়িক পরীক্ষা সম্পন্ন করছেন, ৯ নম্বর গেটে ‘এসাইকুডা ওয়ার্ল্ড’র সংযোগ স্থাপন করেছেন এবং এই গেইট দিয়ে পণ্যের খালাস প্রক্রিয়া সম্পাদন করছেন।
সূত্র : বাসস



