বাংলাদেশসহ ৬ দেশে ভূমিকম্প অনুভূত

রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৯ ছিল বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি

বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান ও চীনে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১১ মিনিট ভূমিকম্পটি হয়।

রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৯ ছিল বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম রাজ্যের উদালঘুরি শহর থেকে ১৫ কিলোমিটার এবং ঢাকা থেকে ৩৮০ কিলোমিটার দূরে। সমতলের ১০ কিলোমিটার গভীরে।