মাইলস্টোন ট্রাজেডি : হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন দগ্ধ শিক্ষিকা নিশি

চিকিৎসাধীন শিক্ষিকা নিশি আক্তারকে (২৯) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে রোববার ছাড়পত্র দেয়া হয়েছে। এ নিয়ে আহতদের মধ্যে ১৫ জনকে ছাড়পত্র দেয়া হলো।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট |ফাইল ছবি

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন শিক্ষিকা নিশি আক্তারকে (২৯) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে রোববার ছাড়পত্র দেয়া হয়েছে। এ নিয়ে আহতদের মধ্যে ১৫ জনকে ছাড়পত্র দেয়া হলো।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডা: সুলতান মাহমুদ শিকদার রোববার (২৪ আগস্ট) ছাড়পত্রের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘শিক্ষিকা নিশি আক্তারের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ দুপুরের দিকে তাকে ছাড়পত্র দেয়া হয়। সুস্থ হওয়ার পর এ পর্যন্ত চিকিৎসাধীন ১৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে ইনস্টিটিউটে ২১ জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে। আশা করা যাচ্ছে, বাকিরাও শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।’

তিনি আরো জানান, ‘যাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে, প্রয়োজনে তারা পরবর্তী সময়েও জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসে চিকিৎসা নিতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী অপারেশন করাতেও পারবেন।’

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় শতাধিক।

সূত্র : বাসস