নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্যাংক লরিরচাপায় আয়েশা আক্তার (২২) নামে এক তরুণী নিহত হয়েছেন। এতে মো: খালেদ হোসেন (২৭) নামে আরো এক যুবক আহত হয়েছেন।
বুধবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আয়েশা আক্তার পিরোজপুর জেলার মঠবাড়িয়ার উত্তর তাপাল বাড়িয়া গ্রামের মো: জাকির হোসেনের মেয়ে এবং আহত খালেদ হোসেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি মুজিববাগ এলাকার বাসিন্দা, তার পিতা হাসান আলী।
আহত খালেদ হোসেন জানান, তিনি ও আয়েশা সোনারগাঁও থেকে পঞ্চবটীর দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন। মৌচাক এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বেপরোয়া গতির ট্যাংক লরি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা দু’জনই সড়কে ছিটকে পড়েন। ওই সময় লরিটি আয়েশাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত খালেদকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক মো: মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল ও ট্যাংক লরিটি উদ্ধার করেছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।



