লালমোহনে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৪

রোববার সকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডাওরি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজি অটোরিকশার আরো ৪ যাত্রী।

লালমোহন (ভোলা) সংবাদদাতা
লালমোহনে দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশা
লালমোহনে দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশা |নয়া দিগন্ত

লালমোহন (ভোলা) সংবাদদাতা

ভোলার লালমোহন উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কবির হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডাওরি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজি অটোরিকশার আরো ৪ যাত্রী।

নিহত কবির হোসেন চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আবু বক্করপুর ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে সিএনজি অটোরিকশাটি চরফ্যাশন থেকে ভোলার দিকে যাচ্ছিল। অটোরিকশাটিচ লালমোহনের ডাওরি বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজির যাত্রী কবির হোসেন। তবে ঘটনার পর ট্রাক ও সিএনজি চালক পালিয়ে যান। স্থানীয়রা সিএনজির আহত ৪ যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ওসি (তদন্ত) মাসুদ হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ট্রাক ও সিএনজি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।