রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষক নিহত

শিব শংকর রায় ও আসাদুজ্জামান বাদশার মাছ ধরার শখ ছিল। শুক্রবার ভোরে তারা আসাদুজ্জামানের ভেসপা মোটরসাইকেলে করে নওহাটার দিকে মাছ ধরতে যাচ্ছিলেন।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
অধ্যাপক শ্রী শিব শংকর রায় (৫৮)
অধ্যাপক শ্রী শিব শংকর রায় (৫৮) |নয়া দিগন্ত

রাজশাহীর পবা উপজেলায় সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শ্রী শিব শংকর রায় (৫৮) নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দর্শন বিভাগের অধ্যাপক প্রফেসর আসাদুজ্জামান বাদশা।

আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের পবা থানাধীন নওহাটা জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নওহাটা এলাকায় একটি অজ্ঞাত যানবাহন একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিব শংকর রায়কে মৃত ঘোষণা করেন। আহত অধ্যাপক আসাদুজ্জামান বাদশাকে গুরুতর অবস্থায় রামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান এখনো ফেরেনি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক গিয়াস উদ্দীন জানান, শিব শংকর রায় ও আসাদুজ্জামান বাদশার মাছ ধরার শখ ছিল। শুক্রবার ভোরে তারা আসাদুজ্জামানের ভেসপা মোটরসাইকেলে করে নওহাটার দিকে মাছ ধরতে যাচ্ছিলেন। পথে নওহাটা জুট মিলের সামনে দুর্ঘটনার শিকার হন। মোটরসাইকেলের পেছনে থাকা শিব শংকর রায় মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ফরিদ উদ্দিন খান এক বার্তায় বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আজ সকালে আমাদের ছেড়ে চলে গেলেন মার্কেটিং বিভাগের শিক্ষক প্রফেসর শিব শংকর রায়। স্যারের রুহের শান্তি কামনা করছি। দর্শন বিভাগের শিক্ষক প্রফেসর আসাদুজ্জামান বাদশা মারাত্মক আহত হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন। সকালে মোটরসাইকেলযোগে মাছ ধরতে যাবার পথে নওহাটা আনসার ক্যাম্পের অদূরে তারা দুর্ঘটনার কবলে পড়েন।’

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক নওগাঁর দিকে যাওয়ার পথে নওহাটা জুট মিলের সামনে দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং অন্যজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।