রাজধানীর ভাটারার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ মাওলানা মোহাম্মদ হানিফ শেখ নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিফেন্সিভ ইউনিটে (এইসডিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, বুধবার রাত সন্ধ্যা ৭টার দিকে ভাটারার নূরের চালা প্রাইমারি স্কুলের পাশে একটি টিনশেডের বাসায় রান্না করার সময় এই বিস্ফোরণ ঘটে। এতে হানিফ শেখ ও তার বাবাসহ পরিবারের অন্তত চারজন দগ্ধ হন। পরে রাত সাড়ে ৯টার দিকে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
মাওলানা হানিফ শেখের ভাগিনা মোহাম্মদ সাগর আহমেদ জানান, সন্ধ্যা ৭টার দিকে রান্না করার সময় চুলায় আগুন দেয়া মাত্রই আগুন লেগে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা: শাওন বিন রহমান জানান, দগ্ধ দুই নারীসহ মোট চারজন আমাদের এখানে এসেছেন। চিকিৎসাধীন অবস্থায় হানিফ শেখ দুপুরে দিকে হাই ডিফেন্সিভ ইউনিটে (HDU) মৃত্যুবরণ করেন।
তিনি আরো জানান, তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল। আর তার বাবা হালিম শেখের ৩৩ শতাংশ দগ্ধ, শিউলি আক্তার ১ শতাংশ দগ্ধ ও রহিমা বেগমের ২ শতাংশ দগ্ধ হয়েছে। হালিম শেখের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আর রহিমা বেগম ও শিউলি আক্তারকে জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে।