টঙ্গীর কেমিক্যাল গোডাউনের আগুনে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তার।

নিজস্ব প্রতিবেদক
নিহত ফায়ার সার্ভিসকর্মী শামীম আহমেদ
নিহত ফায়ার সার্ভিসকর্মী শামীম আহমেদ |সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটে কেমিক্যাল কারখানায় আগুনে দগ্ধ হওয়া ফায়ার সার্ভিস কর্মী শামীম আহমেদের মৃত্যু হয়েছে। তিনি শতভাগ দগ্ধ হয়েছিলেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তার।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, টঙ্গী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার শামীম আহমেদের বাড়ি নেত্রকোনায়। তিনি তিন সন্তানের জনক। ২০০৪ সালের আগস্টে তিনি চাকরিতে যোগদান করেছিলেন।

এর আগে রোববার (২২ সেপ্টেম্বর) এ অগ্নিকাণ্ড ঘটে।