রাজধানীতে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল যুবকের

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে পশ্চিম জসীম উদ্দীন রোডের ফ্লাইওভারের ঢালে এ ঘটনাটি ঘটে।

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় পিকআপভ্যান, সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফুয়াদ হাসান হৃদয় (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে পশ্চিম জসীম উদ্দীন রোডের ফ্লাইওভারের ঢালে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ রাজিব জানান, রাস্তায় পড়ে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। তার অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহত ফুয়াদ নওগাঁ সদরের খাস নওগাঁ ইসলামপুর গ্রামের মোহাম্মদ ফাইজুর রহমানের ছেলে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

তিনি আরো জানান, তার কাছে থাকা লাইসেন্স থেকে নাম-পরিচয় জানা যায়। বিস্তারিত জানার চেষ্টা চলছে।