রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে গেছে। এতে নিচে থাকা এক পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।
রোববার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, বেয়ারিং প্যাড খুলে নিচে পড়ে ঘটনাস্থলে একজন পথচারী নিহত হয়েছেন বলে তারা শুনেছেন। তবে নিহতের নাম, পরিচয় জানা যায়নি।
এর আগে, গত বছর সেপ্টেম্বরে ফার্মগেট এলাকায় বেয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গিয়েছিল।
উল্লেখ্য, বেয়ারিং প্যাড বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি উপাদান, যা পিয়ার ও ভায়াডাক্টের সংযোগস্থলে কম্পনরোধে বসানো হয়।



