গাজীপুরে বাসের ধাক্কায় নওগাঁ জেলা ডিবির ওসি নিহত, স্ত্রী আহত

জানা গেছে, নিহত মুস্তাফিজুর হাসানের বাড়ি রাজশাহী জেলান মতিহার থানার কাজল গ্রামে। তিনি ছুটি নিয়ে গাজীপুরে স্বজনদের বাড়িতে যাচ্ছিলেন।

নিজস্ব প্রতিবেদক
মুস্তাফিজ হাসান
মুস্তাফিজ হাসান |সংগৃহীত

গাজীপুর পুলিশ লাইন্সের সামনে বাসের ধাক্কায় নিহত হয়েছেন নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মুস্তাফিজ হাসান (৪২)। এঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী লতিফা জেসমিন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টায় গাজীপুর পুলিশ লাইন্সের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মুস্তাফিজুর হাসানের বাড়ি রাজশাহী জেলান মতিহার থানার কাজল গ্রামে। তিনি ছুটি নিয়ে গাজীপুরে স্বজনদের বাড়িতে যাচ্ছিলেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি হেডকোয়ার্টার) মহিউল ইসলাম জানান, শুক্রবার রাত আনুমানিক সোয়া ৯টায় নওগাঁ জেলার ডিবি পরিদর্শক মুস্তাফিজুর হাসান গাজীপুর মেট্রো সদর থানাধীন গাজীপুর পুলিশ লাইন্সের সামনে তার স্ত্রীকে নিয়ে বিপরীতে তাদের ব্যবহৃত প্রাইভেটকার থামিয়ে পুলিশ লাইন্সের গেট সংলগ্ন দোকানে আসেন। দোকান থেকে রাস্তা পার হয়ে বিপরীতে রাখা প্রাইভেট কারে যাওয়ার সময় গাজীপুর চৌরাস্তা থেকে ছেড়ে আসা সাথী পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে দু’জনই গুরুতর হন।

এসময় পুলিশ লাইন্সের সামনে উপস্থিত থাকা পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন ঘাতক বাস ও চালককে আটক করে। আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানকার চিকিৎসক পুলিশ পরিদর্শক মুস্তাফিজুরকে রাত ১০টায় মৃত ঘোষণা করেন। সেইসাথে চিকিৎসকরা তার স্ত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

ডিসি মাহিউল ইসলাম আরো জানান, মেট্রো সদর থানার এসআই কামরুজ্জামান ডিউটিরত অবস্থায় বেতার যন্ত্রের মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘাতক বাস (গাজীপুর-জ-১১-০০৫৬) ও চালককে আটক করে থানায় নিয়ে যান।

এসময় মুস্তাফিজ হাসানের ব্যবহৃত প্রাইভেটকারটিও হেফাজতে নেয় পুলিশ।

তিনি আরো জানান, ঘাতক চালকের নাম সুমন মিয়া। তিনি গাজীপুর জেলার কাপাশিয়া থানার উড়ুন গ্রামের মোস্তফা ওরফে কফিল উদ্দিনের ছেলে।

লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।