রাজধানীর বিমানবন্দর থানাধীন র্যাব-১ সংলগ্ন ফ্লাইওভারের ঢালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সাথে ধাক্কা লেগে মোহাম্মদ বেলাল দেওয়ান (৬৯) নামের এক বাসচালক নিহত হয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত বেলাল দেওয়ান নিলফামারী জেলার জলঢাকা উপজেলার দক্ষিণ পাইটকা পাড়া গ্রামের মরহুম গজনবি দেওয়ানের ছেলে।
বেলালকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা তার সহকারী মোহাম্মদ জুবায়দুল আকন্দ জানান, বেলাল দেওয়ান গাইবান্ধাগামী ওরিন এন্টারপ্রাইজের বাসচালক। সন্ধ্যায় মহাখালী থেকে কয়েকজন যাত্রী নিয়ে গাইবন্ধার উদ্দেশে বাস ছেড়ে আসেন। র্যাব-১ সংলগ্ন ফ্লাইওভারে হয়ে উত্তরে দিকে নামার সময় ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ডিভাইডারে ধাক্কা লাগে। এতে বেলাল স্টেয়ারিংয়ে আটকে পড়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।



