জকিগঞ্জে নৌকাডুবির ৩ দিন পর মিলল লাশের সন্ধান

বুধবার বিকেল ৫টার দিকে কানাইঘাট উপজেলার মমতাজগঞ্জ বাজারের পাশের বড় খেওড় এলাকায় তার লাশ ভেসে থাকতে দেখেন এলাকাবাসী।

জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা

Location :

Sylhet
নয়া দিগন্ত

সিলেট জকিগঞ্জের আটগ্রাম সুরমা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নিয়ে নৌকা ডুবে নিখোঁজ হাসিম আলীর (৫০) লাশ তিন দিন পর ভেসে উঠেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কানাইঘাট উপজেলার মমতাজগঞ্জ বাজারের পাশের বড় খেওড় এলাকায় তার লাশ ভেসে থাকতে দেখেন এলাকাবাসী।

নিহত হাসিম আলী জকিগঞ্জ উপজেলার ১ নম্বর বারহাল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বালিটেকা গ্রামের মরহুম রজিব আলীর ছেলে।

জানা যায়, গত রোববার জকিগঞ্জ উপজেলার আটগ্রামে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হাসিম আলী। প্রতিযোগিতায় দু’টি নৌকার মধ্যে একটি ডুবে গেলে হাসিম আলী নিখোঁজ হয়ে পড়েন। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। তিন দিন পর আজ বিকালে তার লাশ ভেসে উঠে।

এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, লাশ ভেসে উঠার বিষয়টি অবগত হয়েছি। কানাইঘাট থানা পুলিশ লাশ উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, এ বিষয়ে এখনো কিছু জানতে পারিনি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।