ইসলামী ছাত্রশিবিরের ১৪১তম শহীদ, শহীদ মুজাহিদুল ইসলাম স্মরণে দিনাজপুরের খানসামায় কোরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের শহীদের বাড়িতে এই কোরআন বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করে খানসামা উপজেলা আদর্শ থানা শাখা ছাত্রশিবির।
শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাবিবুর রহমানের সঞ্চালনায় ও সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের দিনাজপুর জেলা উত্তর শাখার সভাপতি রাসেল রানা, প্রকাশনা বিষয়ক সম্পাদক সেলিম আল ওমর, জামায়াতে ইসলামী খানসামা উপজেলা সেক্রেটারি সামিউল ইসলাম এবং শহীদের পিতা উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আতাউর রহমান সরকারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।