শিশু একাডেমির জন্য নতুন নীতিমালা করা হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

শিশু কিশোরদের রক্তের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদ শক্তি থেকে মুক্ত হয়েছি। একটি জাতির ভবিষ্যৎ এই শিশু-কিশোর। আমরা এই ভবিষ্যৎ প্রজন্ম গড়তে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

নয়া দিগন্ত অনলাইন

নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, শিশু কিশোরদের রক্তের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদ শক্তি থেকে মুক্ত হয়েছি। একটি জাতির ভবিষ্যৎ এই শিশু-কিশোর। আমরা এই ভবিষ্যৎ প্রজন্ম গড়তে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি বলেন, একাডেমির কার্যপরিধি আরো বিস্তৃত করার জন্য শিশু একাডেমির জন্য আলাদা নতুন নীতিমালা তৈরি করবেন। যাতে করে শিশু একাডেমি একটি অধিদপ্তরের মত কাজ করতে পারে "।

তিনি শনিবার বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে শিশু সাহিত্যের জনপ্রিয় ম্যাগাজিন ‘ছোটদের সময়’ নিয়মিত প্রকাশনার যুগপূর্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক ফয়জুল লতিফ চৌধুরী, কবি আব্দুল হাই সিদ্দিক-প্রধান সম্পাদক ও হেড অব নিউজ, বাংলাভিশন ও লেখক, গবেষক ফয়জুল লতিফ চৌধুরী, ছোটদের সময় এর ব্যবস্থপনা সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া, কবি জব্বার আল নাঈম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্পাদক মামুন সারওয়ার, সভাপতিত্ব করেন শিশু সংগঠক ও লেখক মাহবুবুল হক । উৎসবে “দৈনিক পত্রিকার ছোটদের পাতা: সংকট ও সম্ভাবনায় বড়দের ঔদাসিন্য ও বিচারবোধ” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক ড. কাজল রশীদ শাহীন বলেন, বর্তমান সময়ের ছোটদের পাতা আমাদের শিশুদের মনোজগত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এসব পাতায় আর আমাদের বাঙালির উৎসব, আয়োজন ও ছোটদের অংশগ্রহণ অনেকটা সংর্কীণ হয়ে গেছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিশুসাহিত্যিক এনায়েত রসুল, আলোচক কবি ও শিশুসাহিত্যিক জাকির আবু জাফর, শিশুসাহিত্যিক, ভাষাবিদ অধ্যাপক তারিক মনজুর, ঢাকা বিশ্ববিদ্যালয়, কথাসাহিত্যিক আলী আসকর, কবি আফসার নিজাম, কবি আবিদ আজম ও কবি শাকিল মাহমুদ।

সভাপতিত্ব করেন শিশুসাহিত্যিক মনসুর আজিজ । তাছাড়া উৎসবে ছড়া কবিতা পাঠের আয়োজনে অংশগ্রহণ করেছেন শতাধিক ছড়াকার ও কবি। আলোচক হিসেবে ছিলেন স.ম. শামসুল আলম, আতিক হেলাল, জুলফিকার শাহাদাৎ, জাকির হোসেন কামাল, শামস আরেফিনসহ আরো অনেকে।

সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক খ্যাতিমান শিশুসাহিত্যিক মাহবুবা চৌধুরী, প্রখ্যাত ছড়াকার আবু সালেহ ও মাহমুদ উল্লাহ। আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ নাসিম আন্দালিব, অধ্যাপক ড. আলো আরজুমান বানু, সভাপতিত্ব করেন আবুল কাশেম শেখ। ছবি আঁকা ও গল্পবলা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ছবি আঁকা ও গল্পবলা প্রতিযোগিতার বিচারক ছিলেন খ্যাতিমান শিল্পী মোমিন উদ্দীন খালেদ, ফরিদী নুমান, ভাস্কর শামীমা হক, শিল্পী এলিজা, শিল্পী রজত ও নাজমুল মাসুম। গল্প বলা বিচারক ছিলেন

গীতিকবি ও শিশুসংগঠক নাঈম আলো ইসলাম মাহিন, মুশফিকা সাদিয়া, কবি ও অধ্যাপক হোমায়রা মোর্শেদা আখতার, কবি শাকিল মাহমুদ, শিশুসাহিত্যিক গাজী তানভীর আহমেদ। এবার ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার ২০২৫ পেয়েছেন দেশের ৬ গুণী লেখক। ছোটদের সময় সম্পাদক মামুন সারওয়ার জানান, ছড়াসাহিত্যে বিশেষ অবদানের জন্য খালেদ হোসাইন ও আহমদ মতিউর রহমানকে এ পুরস্কার প্রদান করা হয়েছে। এছাড়া, ছোটদের সময় প্রকাশিত তিনটি বই, যথাক্রমে গল্পগ্রন্থ ‘ঈগল খরশোগ ও গুবরে পোকা’র জন্য আশরাফুন্নেছা দুলু, অনুবাদগ্রন্থ 'লৌহদানব'র জন্য মনসুর আজিজ ও জুলাই বিপ্লব বিষয়ক উপন্যাস ‘গোয়েন্দা কবলে মুগ্ধ’র জন্য আমিরুল মোমেনীন মানিককে এ পুরস্কার প্রদান করা হয়েছে। একই সাথে, জনপ্রিয় গল্পগ্রন্থ ‘ভাত খাওয়ানোর গল্প’র জন্য আশিক মুস্তাফাকে প্রদান করা ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার। শিশুসাহিত্য উৎসব ২০২৫ অনুষ্ঠানে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ৬ লেখকের হাতে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।

দিনব্যাপী উৎসবে উপস্থাপনা করেন কবি আবিদ আজম, কবি শামস আরেফিন, কবি শাকিল মাহমুদ, লিজা বিনতে শামস ও দেলোয়ারা জাহান দিশা।

উৎসবে ছিল শিশু-কিশোরদের জন্য নানা আয়োজন—ছবি আঁকা প্রতিযোগিতা, গল্পবলা প্রতিযোগিতা, আমন্ত্রিত লেখকের কণ্ঠে ছড়াকবিতা পাঠ, শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী, শিশু সাহিত্য বিষয়ক সেমিনার এবং “ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার-২০২৫” প্রদান।