ওসমান হাদির মৃত্যুতে আজও বন্ধ ছিল বিজয় বইমেলা

‘আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি শরিফ ওসমান হাদি’র সংগ্রামী জীবন, তার স্বপ্ন, তার সাহস। তার শোক আমাদের নীরব করবে কিন্তু তার আদর্শ আমাদের থামাবে না। বই, চিন্তা ও ন্যায়ের পথে তার স্মৃতিই আমাদের শক্তি হয়ে থাকবে।’

নয়া দিগন্ত অনলাইন
বিজয় বইমেলা
বিজয় বইমেলা |সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে আজ জাতীয়ভাবে শোক পালন করা হয়েছে। শোকের মর্যাদা রক্ষার স্বার্থে বিজয় মাসকে কেন্দ্র করে বাংলা একাডেমিতে চলা বিজয় বইমেলার সকল কার্যক্রম আজও বন্ধ রেখেছে আয়োজকরা।

শনিবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে বলা হয়, ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অগ্রগণ্য সৈনিক, সাহসী সংগঠক ও সংগ্রামী কণ্ঠ শরিফ ওসমান বিন হাদিও মৃত্যু আমাদের হৃদয়ে গভীর বেদনার ছাপ রেখে গেল। হাদির জানাজার পরবর্তী দাফন কার্যক্রম সম্পন্ন হবে বিজয় বইমেলার একেবারে পাশেই, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এ উপলক্ষে লাখো ছাত্র-জনতার সমাগম হবে বলে আমরা অবগত। এই বিশাল জনসমাগমের চাপ সামলানো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিজয় বইমেলা উদযাপন জাতীয় কমিটি উভয়ের পক্ষেই অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ। মানবিকতা, নিরাপত্তা এবং শোকের মর্যাদা রক্ষার স্বার্থে তাই শনিবারও বিজয় বইমেলার সকল কার্যক্রম স্থগিত রাখা হলো।

বিবৃতিতে আরো বলা হয়, আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি শরিফ ওসমান হাদি’র সংগ্রামী জীবন, তার স্বপ্ন, তার সাহস। তার শোক আমাদের নীরব করবে কিন্তু তার আদর্শ আমাদের থামাবে না। বই, চিন্তা ও ন্যায়ের পথে তার স্মৃতিই আমাদের শক্তি হয়ে থাকবে।

উল্লেখ্য, বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে গত ১০ ডিসেম্বর থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে বিজয় বইমেলার যাত্রা শুরু হয়। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত এ মেলা চলবে। বাসস