জুলাই বিপ্লব তুলে ধরতে শিল্পকলার আর্ট ক্যাম্প আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী ঘিরে এ আয়োজন শুরু হয়েছে।
এরই ধারাবাহিকতায় ‘আকাশ কাঁপে তারার আলোয়’ শিরোনামে শুক্রবার (১৬ মে) থেকে ২১ মে পর্যন্ত খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে আর্ট ক্যাম্প কার্যক্রম চলমান থাকবে।
জানা গেছে, শিল্পকলা একাডেমির উদ্যোগে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় এ আয়োজনে জুলাই-আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের ইতিহাস তুলে ধরা হয়েছে।
আয়োজকরা জানান, জুলাই বিপ্লবে শেখ হাসিনার স্বৈরশাসনের পতন পরবর্তী জনতার বিজয় উদযাপনে ও শিক্ষার্থী-জনতার আন্দোলনের ইতিহাস জনসমক্ষে তুলে ধরতেই এ আয়োজন।
তাদের ভাষ্য, আলোকচিত্র প্রদর্শনী ও আর্ট ক্যাম্প আয়োজনের অংশ হিসেবে ‘ঐ নূতনের কেতন ওড়ে’ শিরোনামের প্রদর্শনী জেলাগুলোতে প্রদর্শন করার সিদ্ধান্ত হয়েছে। তারই ধারাবাহিকতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৪তম জন্মদিন উপলক্ষে ছয় দিনব্যাপী খুলনা জেলার স্থানীয় চারুশিল্পীদের নিয়ে এ আর্ট ক্যাম্প হচ্ছে।
এ আয়োজনের সাথে যারা রয়েছেন তাদের অন্যতম ড. মো: তরিকত ইসলাম, বটপ শোভন বাছাড়, শাপলা সিংহ, নজরুল ইসলাম, অনির্বাণ মল্লিক, পিযুষ বিশ্বাস অনু, শেখ মুহাম্মদ সুমন, সানজিনা অরনি, মেহেদী হাসান রাহী ও ফারিহা খান।