ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত সুনানু নাসাঈ শরীফ এখন সহজলভ্য

সুনানু নাসাঈ শরীফ ইসলামের গুরুত্বপূর্ণ ছয়টি হাদীস গ্রন্থের (সিহাহ সিত্তাহ) একটি। এতে নবী করিম সা:-এর জীবনাচার, ইবাদত, সমাজনীতি, পারিবারিক ও অর্থনৈতিক জীবনের সুস্পষ্ট দিকনির্দেশনা পাওয়া যায়।

নয়া দিগন্ত অনলাইন

হাদীসপ্রেমী পাঠকদের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত সুনানু নাসাঈ শরীফ এখন চার খণ্ডে সহজলভ্য। মহানবী হযরত মুহাম্মদ সা:-এর বাণী, কর্ম ও অনুমোদিত জীবনাচারের নির্ভরযোগ্য সংকলন হিসেবে সুনানু নাসাঈ শরীফ দীর্ঘদিন ধরে মুসলমানদের আস্থা ও বিশ্বাসের প্রতীক। ইসলামী জ্ঞানচর্চায় অগ্রণী প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন এই অমূল্য সুনানু নাসাঈ শরীফ গ্রন্থটিকে নতুন রূপে, সুসজ্জিত ছাপায় ও বিশুদ্ধ অনুবাদসহ প্রকাশ করেছে।

সুনানু নাসাঈ শরীফ ইসলামের গুরুত্বপূর্ণ ছয়টি হাদীস গ্রন্থের (সিহাহ সিত্তাহ) একটি। এতে নবী করিম সা:-এর জীবনাচার, ইবাদত, সমাজনীতি, পারিবারিক ও অর্থনৈতিক জীবনের সুস্পষ্ট দিকনির্দেশনা পাওয়া যায়।

বাংলা ভাষায় অনূদিত এই সুনানু নাসাঈ শরীফ গ্রন্থে প্রতিটি হাদীসের সাথে ব্যাখ্যা ও প্রাসঙ্গিক আলোচনা সংযোজন করা হয়েছে, যা পাঠকদের জন্য সহজবোধ্য ও গবেষণার উপযোগী করে তুলেছে।

ইসলাম বুঝতে, আমল দৃঢ় করতে এবং হাদীস অধ্যয়নে আগ্রহীদের জন্য সুনানু নাসাঈ শরীফ হতে পারে এক অনন্য সহচর।

বইটি বেশ কয়েকটি অনলাইন ওয়েবসাইটে পাওয়া যাবে, তবে অরিজিনাল ছাপা বই কিনতে ভিজিট করতে হবে বিশ্বস্ত ইসলামী অনলাইন বুকশপ ‘ইসলামিক বণিক ডটকম’-এ। ওয়েবসাইট : www.islamicbonik.com।

বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করা যাবে- ০১৭১৯-৩০১৮২৭ নম্বরে। এছাড়া ইউটিউবে এই নম্বর দিয়ে সার্চ করেও ইসলামী বইয়ের বিভিন্ন তথ্য পাওয়া যাবে।