ইসলামী বইমেলায় ব্যতিক্রমধর্মী ইতিহাসগ্রন্থ ‘তুলাইহার তাওবা’

তুলাইহা ইবনু খুওয়াইলিদকে নিয়ে ইতিহাস পড়ুয়াদের মাঝে মারাত্মক বিভ্রান্তি কাজ করে। কারণ, তিনি ইসলাম গ্রহণ করার পর মুরতাদ হয়ে যান। মুসলিমরা তার বিরুদ্ধে যুদ্ধ করে। তিনি পালিয়ে রোম দেশে চলে যান। ইতিহাসের এই সংক্ষিপ্ত বক্তব্যটুকু আমাদের জানা আছে অনেকেরই। অথবা তিনি তাওবা করে পুনরায় ইসলামে ফিরে এসেছিলেন, একথাও জানেন কেউ কেউ।

নয়া দিগন্ত অনলাইন

ইসলামী বইমেলায় প্রকাশিত হয়েছে হাদীস ও ইতিহাস গবেষক এনামুল করীম ইমামের ব্যতিক্রমধর্মী ইতিহাসগ্রন্থ ‘তুলাইহার তাওবা’। প্রকাশ করেছে মুহাম্মদ পাবলিকেশন।

ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বায়তুল মোকাররমের পূর্ব চত্ত্বরে চলমান ইসলামী আন্তর্জাতিক বইমেলার ১৮১-১৮২ মুহাম্মদ পাবলিকেশন স্টলসহ দেশের অভিজাত লাইব্রেরিগুলোতে বইটি পাওয়া যাচ্ছে।

এছাড়াও বাংলাবাজারের ইসলামী টাওয়ার থেকে সরাসরি এবং রকমারি ডটকম ও ওয়াফি লাইফ ডটকম থেকে বইটি সংগ্রহ করা যাচ্ছে।

তুলাইহা ইবনু খুওয়াইলিদকে নিয়ে ইতিহাস পড়ুয়াদের মাঝে মারাত্মক বিভ্রান্তি কাজ করে। কারণ, তিনি ইসলাম গ্রহণ করার পর মুরতাদ হয়ে যান। মুসলিমরা তার বিরুদ্ধে যুদ্ধ করে। তিনি পালিয়ে রোম দেশে চলে যান। ইতিহাসের এই সংক্ষিপ্ত বক্তব্যটুকু আমাদের জানা আছে অনেকেরই। অথবা তিনি তাওবা করে পুনরায় ইসলামে ফিরে এসেছিলেন, একথাও জানেন কেউ কেউ।

কিন্তু এই তুলাইহা-ই যে পারসিকদের হাজার বছর আগে নির্মিত শ্বেতপ্রাসাদে ধ্বংসের চিহ্ন এঁকে দিয়েছিলেন। যার ক্ষিপ্রতার কাছে পরাভূত হয়েছিল পারসিকদের অনেক বড় বড় বীর। যার সাহসিকতাকে মেনে নিয়েছিল মহাবীর রুস্তমের হাতে গড়া সাসানীয় বাহিনী। যার বুদ্ধিমত্তার কাছে মুখ থুবড়ে পড়েছিল গোটা পারস্য সাম্রাজ্য। লেখক সেকথা তুলে ধরেছেন দলিল-প্রমাণ সহকারে।

বইটিতে বিভিন্ন যুদ্ধের কাহিনী, আরবদের রাজনীতি ও সমাজব্যবস্থার কথা আলোচিত হয়েছে পরিমিত আঙ্গিকে।