ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত ‘তিরমিজী শরীফ’ : ইসলামী জ্ঞানচর্চা জগতে অনন্য সংযোজন

বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করা যাবে- ০১৭১৯-৩০১৮২৭ নম্বরে। এছাড়া ইউটিউবে এই নম্বর দিয়ে সার্চ করেও ইসলামী বইয়ের বিভিন্ন তথ্য পাওয়া যাবে।

নয়া দিগন্ত অনলাইন

হাদীস শরীফ ইসলামী শরিয়তের দ্বিতীয় প্রধান উৎস, আর ইমাম মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজী রচিত ‘আল-জামে আত-তিরমিজী’ সেই প্রাচীন ও প্রামাণ্য হাদীসগ্রন্থগুলোর মধ্যে অন্যতম। এটি ‘সিহাহ সিত্তা’—অর্থাৎ ছয়টি সহীহ হাদীসগ্রন্থের একটি, যা মুসলিম উম্মাহের কাছে বিশেষ মর্যাদাপূর্ণ। ইসলামিক ফাউন্ডেশন এই মহান গ্রন্থের পূর্ণ ৬ খণ্ড বিশিষ্ট বাংলা অনুবাদ প্রকাশ করেছে, যাতে রয়েছে বিশুদ্ধ ভাষা, নির্ভুল ব্যাখ্যা ও গবেষণামূলক টিকা।

এই সংস্করণে ঈমান, নামাজ, রোজা, যাকাত, হজ, নৈতিকতা, পারিবারিক জীবন, ব্যবসা-বাণিজ্য, বিচারব্যবস্থা ও নেতৃত্বসহ মানবজীবনের সব দিক নিয়ে সহীহ ও হাসান হাদীসগুলো সুচারুভাবে সংকলিত হয়েছে। অনুবাদকগণ প্রতিটি হাদীসের অর্থ সহজভাবে ব্যাখ্যা করেছেন এবং কোথাও কোথাও ফিকহি দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ যুক্ত করেছেন। ফলে এটি শুধু হাদীসগ্রন্থ নয়, বরং ইসলামী ফিকহ ও সমাজবিজ্ঞানেরও এক গুরুত্বপূর্ণ উৎস।

ইসলামিক ফাউন্ডেশন উচ্চমানের কাগজ, দৃষ্টিনন্দন প্রচ্ছদ ও টেকসই বাঁধাইয়ে এই গ্রন্থটি প্রকাশ করেছে, যা মাদরাসা, ইসলামিক বিশ্ববিদ্যালয়, আলেম সমাজ ও সাধারণ পাঠকের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে। নবীর আদর্শের আলোকে জীবন গঠন করতে ইচ্ছুক মুসলমানদের জন্য এই গ্রন্থ এক নির্ভরযোগ্য পথপ্রদর্শক।

তিরমিজী শরীফ পাঠ ও অধ্যয়ন মানুষকে আত্মিকভাবে পরিশুদ্ধ করে, সঠিক জীবনপথে পরিচালিত করে এবং ইসলামী জ্ঞানচর্চার প্রতি আগ্রহ জাগায়। তাই ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত তিরমিজী শরীফ ১–৬ খণ্ড শুধু একটি বই নয়, বরং এটি প্রতিটি মুসলমানের ঘরে থাকার উপযোগী এক চিরন্তন জ্ঞানের আলো, যা প্রজন্ম থেকে প্রজন্মে ইসলামের সৌন্দর্য ও সত্য বার্তা পৌঁছে দেয়।

বইটি বেশ কয়েকটি অনলাইন ওয়েবসাইটে পাওয়া যাবে, তবে অরিজিনাল ছাপা বই কিনতে ভিজিট করতে হবে বিশ্বস্ত ইসলামী অনলাইন বুকশপ ‘ইসলামিক বণিক ডটকম’-এ। ওয়েবসাইট : www.islamicbonik.com।

বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করা যাবে- ০১৭১৯-৩০১৮২৭ নম্বরে। এছাড়া ইউটিউবে এই নম্বর দিয়ে সার্চ করেও ইসলামী বইয়ের বিভিন্ন তথ্য পাওয়া যাবে।