তিন গোয়েন্দা সিরিজের লেখক রকিব হাসান রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
বুধবার (১৫ অক্টোবর) সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মূর তার ভেরিফাইড ফেসবুক পোস্টে জানান, তিন গোয়েন্দা ও সেবা প্রকাশনীর পাঠকদের আন্তরিক দুঃখের সাথে জানাচ্ছি যে, কিছুক্ষণ আগে রকিব হাসান পরলোকগমন করেছেন। ডায়ালাইসিস চলাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উনার জীবনাবসান ঘটে।
রকিব হাসান রচিত তিন গোয়েন্দা সিরিজের বইগুলো শুরুতেই কিশোরদের কাছে জনপ্রিয় হতে থাকে। ১৯৮৫ সালের আগস্ট থেকে বিদেশী কাহিনী অবলম্বনে এই সিরিজটি লেখা শুরু হয়। প্রথম থেকেই রকিব হাসান এই বিখ্যাত সিরিজটি লেখার কাজ করেন।
টানা ২০০৩ সাল পর্যন্ত মোট ১৫৮টি কাহিনী লেখেন তিনি। তিন গোয়েন্দা পুরোপুরি মূলত মৌলিক কাহিনী অবলম্বনে রচিত হয়নি। ইউরোপ ও আমেরিকার বিভিন্ন গোয়েন্দা কাহিনীর ছায়া অবলম্বনে রচিত হয়েছে।
রকিব হাসান ১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। বাসস