জুমার দিন

মায়া করে বানালে গো– সৃষ্টির সেরা জীব / জুমার দিনেই শেষবার নড়ুক– ‘দরুদ’ পড়া জিভ।.........

জুমার দিন
জুমার দিন |নয়া দিগন্ত গ্রাফিক্স

আমিরুল ইসলাম আকাশ

জুমার দিনে গাইব আমি মহান রবের গান

রবের কাছেই সঁপে দেবো আমার জীবনখান।


গরীব-দুঃখীর কাছে এ দিন হজের চে’ নয় কম

ঈদের মতো এ দিনটি তাই খুশিতে গমগম।


আল্লাহ ছাড়া কে আছেন আর– আছেন আপনজন

পাপের বোঝা, ঢের কালিমা করে দেন মোচন!


আদর করে গড়লে আমার সারা দেহ মন

কৃপায় রেখো দয়ায় রেখো আমায় সারাক্ষণ।


হে রহমান, চাচ্ছি ক্ষমা– স্মরণ করে পাপ।

জুমার দিনের উসিলাতে করে দিবেন মাফ।


মায়া করে বানালে গো– সৃষ্টির সেরা জীব

জুমার দিনেই শেষবার নড়ুক– ‘দরুদ’ পড়া জিভ।