২১ জানুয়ারি ২০২৫, ০৭ মাঘ ১৪৩১, ২০ রজব ১৪৪৬
`

যুক্তরাষ্ট্রের তিনটি সুইং স্টেটে এগিয়ে গ্রিন পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জিল

যুক্তরাষ্ট্রের তিনটি সুইং স্টেটে এগিয়ে গ্রিন পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জিল - ছবি : মিডল ইস্ট আই

যুক্তরাষ্ট্রের তিনটি সুইং স্টেটে এগিয়ে রয়েছেন গ্রিন পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন। সম্প্রতি মার্কিন মুসলিমদের নেতৃস্থানীয় সংস্থা কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস (কেয়ার) প্রকাশিত এক জরিপে এই চিত্র দেখা যায়।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মিশিগান, অ্যারিজোনা এবং উইসকনসিনের তিনটি গুরুত্বপূর্ণ সুইং স্টেটে কমলা হ্যারিসের চেয়ে এগিয়ে রয়েছেন গ্রিন পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জিল। সম্প্রতি মুসলিমদের সংগঠন কেয়ার দু’দিনের একটি জরিপে চালায়। সেখানে এক হাজার ৭৬ জন নিবন্ধিত ভোটার অংশগ্রহণ করেন। সেখানে দেখা গেছে, ৪০ শতাংশ মুসলিম জিলকে সমর্থন করার কথা বলছেন। আর বাকি ১৮ শতাংশ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনের কথা ভাবছেন। আর মাত্র ১২ শতাংশ কমলাকে ভোট দেয়ার কথা বলেছে।

সূত্র : মিডল ইস্ট আই


আরো সংবাদ



premium cement