১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

আদৌ কি বুলেট ছুঁয়েছিল ট্রাম্পকে? সংশয় খোদ এফবিআই কর্মকর্তার

ডোনাল্ড ট্রাম্প - ফাইল ছবি

প্রাণঘাতী হামলা থেকে বেঁচে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সত্যিই কি বুলেট ছুঁয়েছিল তাকে? না, কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয়। এমন সংশয় খোদ এফবিআই কর্তা ক্রিস্টোফার রে’র। মার্কিন হাউস জুডিশিয়ারি কমিটির সামনে এই প্রশ্ন তুলে দিলেন তিনি।

ঠিক কী নিয়ে সংশয় তার? এফবিআই কর্তা বলছেন, 'সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি সম্মান রেখেই বলছি, প্রশ্ন উঠছে তার কানে কি বুলেট লেগেছিল? নাকি কোনো ধারালো বস্তুর সংস্পর্শেই চোটগ্রস্ত হন তিনি? এই মুহূর্তে আমি বলতে পারব না বুলেটটা কোথায় গিয়ে পড়েছিল?'

গত ১৩ জুলাই নির্বাচনী জনসভায় গিয়ে হামলার শিকার হন ট্রাম্প। জানা যায়, দলীয় কর্মীর ছোঁড়া গুলি কান ছুঁয়ে বেরিয়ে গিয়েছে বর্ষীয়ান নেতার। সাক্ষাৎ মৃত্যুমুখ থেকে ফিরেছেন তিনি। মামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকসকে ঘটনাস্থলেই খতম করে সিক্রেট সার্ভিসের অফিসাররা। তবে গুলি খাওয়ার পরও ভেঙে পড়েননি ট্রাম্প। প্রাথমিক চিকিৎসা সেরেই তিনি নেমে পড়েছেন নির্বাচনী প্রচারে। রিপাবলিকান প্রার্থী হিসাবে সরকারিভাবে তার নাম ঘোষণাও হয়েছে চলতি সপ্তাহে। হামলার পর প্রথম নির্বাচনী জনসভা থেকে রীতিমতো হুংকারের সাথে ট্রাম্পকে বলতে শোনা গিয়েছে, 'আমি মোটেই চরমপন্থী নই। গত সপ্তাহে আমি গণতন্ত্রের জন্য গুলি খেয়েছি।'

এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জো বাইডেন। তার পরিবর্তে ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট হতে পারেন কমলা হ্যারিস, এমনটাই মনে করছেন মার্কিন রাজনীতিক মহল।’ ট্রাম্প অবশ্য জানিয়ে দিয়েছেন, এই পরিবর্তনে তার সমস্যা নেই। বরং তার কাজ আরো সহজ হবে! বাইডেনের চেয়ে কমলাকে হারানো ঢের সহজ বলেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হুংকার দিয়েছেন তিনি। যদি ও মঙ্গলবার এক নতুন পোলে দেখা গিয়েছে ট্রাম্পকে পিছনে ফেলে দিয়েছেন কমলা!

রয়টার্স/ ইপসসের নয়া ওই পোলে দেখা যাচ্ছে যেখানে ট্রাম্প পেয়েছেন ৪২ শতাংশ ভোট, সেখানে কমলার ঝুলিতে ভোট ৪৪ শতাংশ। সেক্ষেত্রে লড়াই ‘কাঁটায় কাঁটায়’ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
সূত্র : সংবাদ প্রতিদিন

 


আরো সংবাদ



premium cement
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার সোনারগাঁয়ে শেখ হাসিনা-শেখ রেহেনাসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা গাজার চলমান ঘটনাবলী সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল : বসনিয়া রাজনৈতিক অস্থিরতার পর থেকে ভারতের আসাম-মেঘালয় সীমান্তে আটক ৬৫ বাংলাদেশী ঐক্যের মাধ্যমেই কেবল মুসলিম উম্মাহ'র মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব : ইরানের সর্বোচ্চ নেতা হোসেনপুরে স্কুলশিক্ষকের বসতঘর পুড়ে ছাই রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস 'শ্রম আইন সংস্কার করে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে' সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ওপর ডিম নিক্ষেপ

সকল