০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ জিলহজ ১৪৪৫
`

ট্রাম্পের বিচার সম্পর্কে যা বলল মার্কিন সুপ্রিম কোর্ট

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প - ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফলাফল পাল্টানোর চেষ্টা অভিযোগ থেকে দায়মুক্তি গ্রহণ করতে পারবেন মর্মে সিদ্ধান্ত দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। সোমবার (১ জুলাই) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী, অফিসিয়াল কাজের জন্য ট্রাম্প দায়মুক্তি পেতে পারেন। কারণ, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী সাবেক কোনো প্রেসিডেন্ট যদি সাংবিধানিক কর্তৃত্ব প্রয়োগ করে কোনো পদক্ষেপ গ্রহণ করে থাকেন, তবে তিনি বিচার থেকে রক্ষা পান।

মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রথমবারের মতো স্বীকৃতি দিয়েছে যে সাবেক প্রেসিডেন্টদের অফিসে গৃহীত কিছু পদক্ষেপের জন্য বিচার থেকে দায়মুক্তির সুযোগ রয়েছে।

২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার চেষ্টা নিয়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে। এ নিয়ে ট্রাম্পের বিচার হবে কি না, সুপ্রিম কোর্টের বিচারকদের দেয়া সিদ্ধান্তের ওপর তা নির্ভরশীল ছিল। এখন তারা এর থেকে বিচার থেকে সাবেক এই প্রেসিডেন্টকে দায়মুক্তি দেন।

সোমবার আদালত রায় দিয়েছে যে সাবেক প্রেসিডেন্টরা তাদের সাংবিধানিক কর্তৃত্বের মধ্যে গৃহীত পদক্ষেপের জন্য বিচার থেকে দায়মুক্তি পাবেন। তবে তারা ব্যক্তিগত ক্ষমতায় গৃহীত পদক্ষেপের জন্য দায়মুক্তি পাবেন না।

যুক্তরাষ্ট্রের ১৮ শতকের ইতিহাসে এটিই প্রথমবারের মতো সিদ্ধান্ত। যেখানে সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে যে সাবেক প্রেসিডেন্টরা যেকোনো ক্ষেত্রে ফৌজদারি অভিযোগ থেকে রক্ষা পেতে পারেন।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement
সিলেটে ৭ নদ-নদীর মধ্যে সুরমা ও কুশিয়ারার ৪ পয়েন্টে বন্যার পানি বিপদ সীমার উপরে ভারতের ঋণসহায়তায় আধুনিকায়ন হচ্ছে চট্টগ্রামের সড়কবাতির ফের চালু হচ্ছে ৩ ও ১৫ দিনের ইন্টারনেট প্যাকেজ প্রথম দিনই ঋষি সুনাকের রুয়ান্ডা নীতি বাতিল করলেন স্টারমার ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী সড়কের বেহাল দশা, চলাচলে ভোগান্তি টিকটকার মোতালেবকে খুঁজছেন তার বাবা ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা পেছানোর দাবি চাকরিপ্রার্থীদের পাথরঘাটায় ময়নাতদন্তে ভালো প্রতিবেদন দেয়ার প্রলোভনে টাকা দাবি রফতানি তথ্যে অসঙ্গতির জন্য এনবিআর ও ইপিবিকে দায়ী করেছে কেন্দ্রীয় ব্যাংক গৃহকর্মী নিয়োগের ফি কমানোর ঘোষণা দিলো কুয়েত কালীগঞ্জে কৃষককে কুপিয়ে ও গলা কেটে হত্যা

সকল