১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যুক্তরাষ্ট্রের উত্তর-মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যায় ২ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের উত্তর-মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যায় ২ জনের প্রাণহানি - ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উত্তর-মধ্যাঞ্চলে বন্যায় অন্তত দু’জনের প্রাণহানি হয়েছে। এ সময় শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে।

গত সপ্তাহ থেকে ভারী বৃষ্টিপাতের ফলে পূর্ব নেব্রাস্কা এবং দক্ষিণ ডাকোটা থেকে আইওয়া এবং মিনেসোটা পর্যন্ত বিস্তীর্ণ ভূমি প্লাবিত হয়েছে। এমনকি কিছু অঞ্চলে ৪৬ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও কিছু সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২৫ জুন) যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যার কারণে বাঁধ ভেঙে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।

মোনোনা কাউন্টির শেরিফের কার্যালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, লিটল সিউক্স নদীর পানি বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি এলাকার বাঁধ ভেঙে গেছে। পার্শ্ববর্তী উডবারি কাউন্টির শেরিফের কার্যালয় ফেসবুকে পোস্ট করা একটি ড্রোন ভিডিওতে দেখা যায়- নদীর পানি উপচে পড়ে বিস্তীর্ণ ভূমি প্লাবিত হচ্ছে।

এদিন সকালে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের দেড় লাখেরও বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়ে। বন্যার সতর্কতা সপ্তাহ জুড়ে অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

আইওয়া রাজ্যে একটি বড় বিপর্যয় হয়েছে বলে সোমবার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সাথে ক্ষতিগ্রস্ত রাজ্যে ফেডারেল সহায়তার এবং মারাত্মক ঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলে উপজাতি ও স্থানীয়দের পুনরুদ্ধারের নির্দেশ দেন তিনি।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
হামাসের সাথে চুক্তি চায় ৭২ শতাংশ ইসরাইলি গাজার উত্তরের সর্বশেষ অর্থোপেডিক সার্জন নিহত মালয়েশিয়ায় বাধ্য শ্রমের অভিযোগ : মামলার অনুমতি পেল বাংলাদেশী শ্রমিকরা বিজয় দিবসে নিরাপত্তা ঝুঁকি নেই : ঢাকা রেঞ্জ ডিআইজি ইসলামি শ্রমনীতি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে : মুহাম্মদ শাহাজাহান অভিবাসী ফেরত না নিলে সম্পর্ক ছিন্ন করার হুমকি ট্রাম্পের খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল ‘শেখ হাসিনা আবার আসবে’ ঘূর্ণিঝড় চিডোর কারণে ফ্রান্সের মায়োটে সর্বোচ্চ সতর্কতা জারি ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে

সকল