১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মারা গেলেন মিশেল ওবামার মা মারিয়ান রবিনসন

মিশেল ওবামার মা মারিয়ান রবিনসন - ছবি : বাসস

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামার মা মারিয়ান রবিনসন শুক্রবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। পরিবারসূত্রে এ কথা জানা গেছে।

পরিবারের এক বিবৃতিতে বলা হয়েছে, আজ সকালে তিনি চলে গেছেন। আমরা জানি না, তাকে ছাড়া আমরা কিভাবে চলব।

এতে আরো বলা হয়েছে, একজনই মারিয়ান রবিনসন ছিলেন, থাকবেন। তিনি আমাদের ঝড় থেকে রক্ষা করেছেন। আমাদের পা শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছেন।

রসিনসন ১৯৩৭ সালে জন্ম নেন। তিনি শিকাগোর দক্ষিণাঞ্চলে বেড়ে ওঠেন। রবিনসন ১৯৬০ সালে ফ্রেসার রবিনসনকে বিয়ে করেন। তাদের দু’সন্তান। একজন মিশেল ওবামা এবং অপরজন মিশেলের ভাই ক্রেগ রবিনসন। ফ্রেসার রবিনসন ১৯৯১ সালে মারা যান।

বারাক ওবামা যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন তখন ফার্স্ট লেডি ফ্যামিলির সাথে তিনিওনাতনি মালিয়া ও শাশাকে দেখাশোনার জন্য এক্সিকিউটিভ ম্যানসন বা হোয়াইট হাউসে চলে যান।

রবিনসন তার দুই সন্তানসহ তাদের স্বামী, স্ত্রী এবং ছয় নাতি নাতনি রেখে গেছেন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement