১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণের দ্বারপ্রান্তে : যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার - ছবি : আনাদোলু এজেন্সি

সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণের দ্বারপ্রান্তে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার (৩ মে) মধ্যপ্রাচ্যভিত্তিক নিউজসাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার বৃহস্পতিবার জানিয়েছেন, ইসরাইল ও সৌদি আরব এখন সম্পর্ক স্বাভাবিকীকরণের দ্বারপ্রান্তে রয়েছে। তারা সম্পর্ক স্বাভাবিকীকরণের দ্বিপক্ষীয় দিকের আলোচনা শেষে এখন চুক্তিতে উপনীত হওয়ার কাছাকাছি অবস্থায় রয়েছে।

তিনি আরো বলেন, কিছু বিষয় এখনো এমন আছে, যেগুলোর জন্য আমাদের আরো কাজ করতে হবে। তবে আমরা মনে করি, অতি অল্প সময়ের মধ্যেই আমরা সেসব সমাপ্ত করতে পারব।

ম্যাথু মিলার বলেন, এর একটি পৃথক অংশে এখনো কিছু কাজ করা বাকি আছে। সেটি হলো একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রস্তাব।

মিলার ইসরাইলের সাথে স্বাভাবিককরণের বিষয়ে সৌদি আরবের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তবে তিনি বলেছেন, এর জন্য গাজা পরিস্থিতি শান্ত হওয়া এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দ্বার অবারিত হওয়া নিশ্চিত হতে হবে।

তিনি আরো বলেন, ‘আমরা খুব পরিষ্কারভাবে বলছি, সৌদি আরব খুব স্পষ্ট বলেছে যে এটি একটি প্যাকেজ চুক্তি। এতে দ্বিপক্ষীয় উপাদান থাকবে এবং দু’টি রাষ্ট্রের পথও অন্তর্ভুক্ত থাকবে।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement