গাজা নিয়ে আলোচনার লক্ষ্যে সৌদি আরব যাচ্ছেন ব্লিংকেন
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ এপ্রিল ২০২৪, ১২:০৪
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সৌদি আরব যাচ্ছেন।
মার্কিন পররাষ্ট্র দফতর এ কথা জানিয়েছে।
গত ৭ অক্টোবর ইসরাইলে ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলার পর এই প্রথমবারের মতো সৌদি আরব সফর করছেন তিনি।
এছাড়া সরাসরি সঙ্ঘাতের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরাইলের সাথে ইরানের দীর্ঘ ছায়াযুদ্ধ আরো তীব্র হওয়ার প্রেক্ষাপটে ব্লিংকেনের সফরটি অনুষ্ঠিত হচ্ছে।
ব্লিংকেন রোববার ওয়াশিংটন ত্যাগ করবেন। রিয়াদ সফরকালে ব্লিংকেন গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে সোমবার ও মঙ্গলবার আলোচনায় অংশ নেবেন।
এ সময়ে তিনি উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর মন্ত্রীদের সাথে বৈঠক করবেন।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ব্লিংকেন হামাসের কাছে বন্দি মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন।
এছাড়া ব্লিংকেন সঙ্ঘাত ছড়িয়ে না পড়ার বিষয়েও গুরুত্বারোপ করবেন বলেও মিলার উল্লেখ করেন।
গাজা যুদ্ধ নিয়ে আলোচনার পাশাপাশি ব্লিংকেন রিয়াদে অনুষ্ঠেয় বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ অধিবেশনেও যোগ দিবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা