অবৈধ চীনা মাছধরা বন্ধে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনা
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ এপ্রিল ২০২৪, ০৪:৫৩, আপডেট: ০১ এপ্রিল ২০২৪, ১৩:৫৯
আটলান্টিক মহাসাগরে অবৈধ চীনা মাছধরা দমন করার জন্য মার্কিন উপকূলীয় রক্ষী বাহিনী এবং আর্জেন্টিনার নৌবাহিনী যৌথ মহড়া চালাবে।
আর্জেন্টিনা, চিলি ও পেরু তাদের পানিসীমার মধ্য ব্যাপকভিত্তিক মাছধরার জন্য চীনকে অভিযুক্ত করেছে। তারা দাবি করেছে, এর ফলে সেখানকার মাছের মজুত ফুরিয়ে যাচ্ছে, প্রাকৃতি জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি দক্ষিণ-পশ্চিম আটলান্টিকের সামুদ্রিক পাখির বাসা এবং সামুদ্রিক প্রাণীর খাদ্যভাণ্ডারেও নেতিবাচক প্রভাব ফেলছে।
চীনাদের ওই এলাকায় মাছ ধরা বন্ধ করতে মার্কিন উপকূলীয় রক্ষী বাহিনী তাদের ডেস্ট্রোয়ার ইউএসএস জেমসকে আর্জেন্টিনার জাহাজগুলোর সাথে কাজ করতে পাঠাচ্ছে।
এনজিও গ্লোবাল ফিশিং ওয়াচের তথ্যমতে, চীনা জাহাজগুলো প্রায় তিন হাজার গভীর সাগরয়ি নৌকা বিশ্বজুড়ে মাছ ধরার কাজে নিয়োজিত রয়েছে। আর দক্ষিণপশ্চিম আটলান্টিকে তৎপর রয়েছে প্রায় ৪০০ চীনা নৌকা।
সূত্র : ভয়েস অব আমেরিকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা