২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চীন-তাইওয়ান উত্তেজনা প্রশমনের আহ্বান ব্লিনকেনের

চীন-তাইওয়ান উত্তেজনা প্রশমনের আহ্বান ব্লিনকেনের - ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন শুক্রবার চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনার সময় তাইওয়ানকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন।

অনেক বেড়ে যাওয়া এ উত্তেজনা হ্রাসের লক্ষণ দেখা দেয়ার পর তিনি এমন আহ্বান জানালেন। খবর এএফপি’র।

ব্লিনকেন জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের মাঝে নিউইর্য়কে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সাথে ৯০ মিনিট ধরে আলোচনা করেন। তিনি এ আলোচনাকে ‘একবারে অমায়িক’ হিসেবে অভিহিত করেন এবং আলোচনায় তাইওয়ানের বেশি গুরুত্ব দেয়া হয়।

মার্কিন পররাষ্ট্র বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ব্লিনকেন জোর দিয়ে বলেন যে, তাইওয়ান প্রণালীজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা আঞ্চলিক এবং বৈশ্বিক নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ।

এতে আরো বলা হয়, তিনি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সরাসরি যোগাযোগ ও দায়িত্বশীল সম্পর্ক বজায় রাখার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে উত্তেজনা চলার সময়।

মার্কিন পররাষ্ট্র বিভাগের এক কর্মকর্তা তাইওয়ান বিষয়ে এ আলোচনাকে ‘খোলাখুলি ও আন্তরিক’ হিসেবে অভিহিত করেন।

ওই কর্মকর্তা বলেন, ব্লিনকেন রাশিয়ার ইউক্রেন আগ্রাসনকে সমর্থন না করতে যুক্তরাষ্ট্রের সতর্কতা পুনর্ব্যক্ত করেন। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আশা করে যে, রাশিয়া চীনের একটি মিত্র দেশ হলেও বেইজিং মস্কো থেকে দূরত্ব বজায় রাখছে।

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ওয়াং প্রথমবারের মতো নিউইয়র্কে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাত করেন এবং তিনি বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে রাশিয়াকে সমর্থন জানানোর চেয়ে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর বেশি জোর দেন।

বালিতে গত জুলাইতে সাক্ষাতের পর প্রথমবারের মতো ব্লিনকেন ওয়াংয়ের সাথে সাক্ষাত করলেন। আগের দিন তার বাবার মৃত্যু সত্ত্বেও তিনি এ আলোচনা করতে যান।

সূত্র : বাসস 


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল