০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,
`

আলাস্কায় জিতলেন ট্রাম্প

আলাস্কায় জিতলেন ট্রাম্প - ছবি : সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে আলাস্কা রাজ্যে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহ পর আলাস্কায় ফলাফল ঘোষণা করা হলো। এ রাজ্যে ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা তিনটি।

৭৫ শতাংশ ভোট গণনা শেষে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন এক লাখ ৪৮ হাজার ৬২৪ ভোট (৫৬.৯%)। আর ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন এক লাখ দুই হাজার ৮০ ভোট (৩৯.১%)। খবর এপি।

এ রাজ্যে বিজয়ের মধ্য দিয়ে ট্রাম্পের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা দাঁড়াল ২১৭টি। যদিও প্রেসিডেন্ট হিসেবে আগেই জয় নিশ্চিত করেছেন জো বাইডেন।

গত ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার চারদিন পর শনিবার জো বাইডেন ২৯০টি ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত করতে সক্ষম হন। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ৫৩৮টির মধ্যে ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হয়।

এ নির্বাচনে মোট পপুলার ভোটের মধ্যে বাইডেন পেয়েছেন ৭৬.৩ মিলিয়ন বা ৫০ দশমিক ৭ শতাংশ, আর ট্রাম্প পেয়েছেন ৭১.৬ মিলিয়ন বা ৪৭ দশমিক ৬ শতাংশ ভোট।

নির্বাচনে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হওয়া অনেকটাই নিশ্চিত ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের। তবে তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প এখনো পরাজয় স্বীকার করেননি।

জর্জিয়ায় ব্যালট গোনা হবে হাতে হাতে
জর্জিয়াতে যে ভোট–পুনর্গণনা হবে, সেই সিদ্ধান্ত আগেই হয়েছিল। সেই প্রসঙ্গে বুধবার রাজ্য সচিব বললেন, ‘‌অডিট করা হবে। লক্ষ লক্ষ ব্যালট হাতে গোনা হবে।’‌

জর্জিয়ায় প্রায় ৪৯ লাখের বেশি ভোট ব্যালটে পড়েছিল। শেষ পাওয়া খবর, রাজ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে প্রায় ১৪ হাজার ভোটে এগিয়ে আছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে পেনসিলভেনিয়া জিতে হোয়াইট হাউস দখলের পথ পরিষ্কার করে ফেলেছেন তিনি। পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট যে বাইডেনই হচ্ছেন, তা নিশ্চিত।

তারপরও জর্জিয়ায় পুনর্গণনার সিদ্ধান্ত নিয়ে রাজ্য সচিব ব্র্যাড র‌্যাফেন্সপারগার বলেন, ‘‌ভোট ব্যবধান এতটাই কম যে, প্রতিটি কাউন্টি–তে ভোট হাতে গোনা জরুরি। যাতে গোটা বিষয়টি একেবারে স্পষ্ট হয়ে যায়।’‌ নিয়ম অনুযায়ী ২০ নভেম্বরের মধ্যে প্রত্যেক রাজ্যকে গণনা শেষ করে জয়ী প্রার্থীর হাতে সার্টিফিকেট তুলে দিতে হয়। রিপাবলিকান নেতা ব্রাড জানান, ‘‌আশা করছি সময়ের মধ্যেই পুনর্গণনা প্রক্রিয়া শেষ হবে।’‌

সূত্র : আজকাল

 


আরো সংবাদ



premium cement