০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

নাছোড় ট্রাম্পকে হার মেনে নেয়ার পরামর্শ মেলানিয়ার

- ছবি : সংগৃহীত

ভোট গণনার প্রায় শুরু থেকেই দেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আসছেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তিনি নাছোড়, সহজে হার মেনে নিতে নারাজ। এমনকি, রোববারও একাধিক টুইট করে জোচ্চুরির অভিযোগ তুলে সরব হয়েছেন।

তার মধ্যেই ফার্স্ট লেডি মেলানিয়া-সহ ট্রাম্পের ঘনিষ্ঠরা তাকে হার মেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন বলে খবর।

আমেরিকার একটি সংবাদমাধ্যম জানাচ্ছে, মেলানিয়া-ঘনিষ্ঠেরা জানিয়েছেন, ফার্স্ট লেডি প্রসিডেন্টকে বলেছেন, ‘‘সময় এসেছে, এবার হার স্বীকার করো।’’

আর একটি সংবাদমাধ্যমের দাবি, প্রেসিডেন্টের জামাই তথা সিনিয়র পরামর্শদাতা জ্যারেড কুশনার তার ঘনিষ্ঠদের জানিয়েছেন, বিদায়ী প্রেসিডেন্টকে তিনি বলেছেন, ‘‘ভোটের ফল মেনে নিয়ে নির্বাচন প্রক্রিয়া শেষ করুন।’’

স্ত্রী-জামাই ভোটের ফল মেনে নিতে অনুরোধ করলেও প্রেসিডেন্টের অবস্থানকেই সমর্থন করেছেন তার দুই ছেলে।

কিন্তু রোববারও টুইট করে অভিযোগ জানিয়েছেন, জোচ্চুরি করে তাকে হারানো হয়েছে। টুইটারে ট্রাম্প লিখেছেন, ‘‘আমরা মনে করি এরা চোর। যন্ত্রগুলিতে কারচুপি করা হয়েছে। এটা চুরির নির্বাচন। ব্রিটেনের সেরা ভোট বিশেষজ্ঞ বলেছেন, এটা পরিষ্কার চুরির ভোট ছিল। যে কারণে কিছু রাজ্যে বারাক ওবামাকেও টপকে গিয়েছেন জো বাইডেন।’’

টুইটে ট্রাম্পের আরো দাবি, ‘‘ওরা যা চুরি করতে চেয়েছিল সেটাই করেছে। সেখানেই ফারাকটা তৈরি হয়েছে।’’

সূত্র : আনন্দবাজার


আরো সংবাদ



premium cement
দিল্লি জামে মসজিদ নিয়ে হিন্দুসেনার দাবি কক্সবাজার সৈকতে পরিত্যক্ত প্লাস্টিকের তৈরি রোবট দানব যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান গ্রেফতার সাভারে দাফন করা ব্যক্তিই হারিছ চৌধুরী তদন্ত প্রতিবেদনসহ আমু-কামরুলকে ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেশের ৬৯ কারাগারের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১৭ : কারা মহাপরিদর্শক আমরা হিন্দু-মুসলমান একসাথে লড়াই করে দিল্লির দাসত্বকে খান খান করে দেবো : রিজভী আজমির শরিফ : খাজা মইনুদ্দিন চিশতির দরগাহের ইতিহাস জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও আমেরিকার বাকবিতণ্ডা ‘শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে’ পুলিশের ওপর হামলার মামলায় ১২ আসামির রিমান্ড মঞ্জুর

সকল