২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

করোনার সম্ভাব্য ভ্যাকসিন নিয়ে অধিকাংশ মার্কিন ভোটার সংশয়ে : সিবিএস জরিপ

-

সিবিএসের নতুন জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিন ভোটার কোভিড-১৯ এর ভ্যাকসিন আসার পর তা পাওয়ার বিষয়ে তাদের সংশয় প্রকাশ করেছে।

রোববার প্রকাশিত জরিপের ফলাফলে দেখা গেছে, মাত্র ২১ শতাংশ ভোটার বলেছে, ভ্যাকসিন আসার পর তা তারা তাড়াতাড়িই বিনামূল্যে পেয়ে যাবে।

জুলাই মাসের শেষে পরিচালিত জরিপে এ সংখ্যা ছিল ৩২ শতাংশ। নতুন জরিপে প্রায় ৫৮ শতাংশ ভোটার পরিস্থিতি বিবেচনার কথা বলেছে। এর আগে এ শতাংশ ছিল ৫১।

এদিকে ২১ শতাংশ ভোটার মনে করছে, তারা কখনই ভ্যাকসিন পাবে না। আগের জরিপে এ সংখ্যা ছিল ১৭ শতাংশ।

দুই তৃতীয়াংশ ভোটার মনে করছে, এ বছরেই ভ্যাকসিন আসার ঘোষণা দেয়া হলে তা হবে যথেষ্ট পরীক্ষা না চালিয়ে তড়িঘড়ি করে নিয়ে আসা।

ইতোমধ্যে গত ২৭ আগস্ট এক চিঠিতে ইউএস সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশান (সিডিসি) এর পরিচালক রবার্ট রেডফিল্ড রাজ্য গভর্নর ও স্বাস্থ্য বিভাগকে ১ নভেম্বরের মধ্যে ভ্যাকসিন বিতরণের জন্যে প্রস্তুত থাকতে বলেছেন।

যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এর কয়েকটি ভ্যাকসিনই ক্লিনিক্যাল ট্রায়ালের একেবারে তৃতীয় ধাপে রয়েছে।


আরো সংবাদ



premium cement