ইউক্রেনকে আর অর্থ দেবে না যুক্তরাষ্ট্র
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৩
মার্কিন হাউস স্পিকার মাইক জনসন বৃহস্পতিবার বলেছেন, ইউক্রেনের জন্য আর কোনো বিল পাশ করার আগ্রহ নেই যুক্তরাষ্ট্রের।
ওয়াশিংটন ডিসিতে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স (সিপিএসি) চলাকালে জনসনকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইউক্রেনের জন্য আর কোনো বিল পাশ হওয়ার সম্ভাবনা আছে কিনা? তখন তিনি বলেন, এর প্রতি আমাদের কোনো আগ্রহই নেই। আমরা ভাবছি, এই যুদ্ধ অবিলম্বে শেষ করতে হবে। আমার বিশ্বাস, আমাদের ইউরোপীয় মিত্ররাও এর প্রয়োজনীয়তা স্বীকার করবেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্বৈরাচার বলে অভিহিত করেছেন। এর মাত্র একদিন পরই জনসন এমন মন্তব্য করেন।
তিনি সতর্ক করে বলেন, রাশিয়ার সাথে শান্তি নিশ্চিত করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। নতুবা তার দেশ হারানোর ঝুঁকি নেয়া উচিত।
ইউক্রেন যুদ্ধের অবসান করার জন্য সৌদি আরবে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্প্রতি এক বৈঠক হয়। এরপর থেকেই ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে তীব্র উত্তেজনা শুরু হয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি