২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

এফবিআই প্রধান হলেন ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেল

এফবিআই প্রধান হলেন ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেল - ছবি - সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলেকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির সিনেট।

রিপাবলিকান-নিয়ন্ত্রিত মার্কিন সিনেট বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও অনুগত প্যাটেলের মনোনয়ন অনুমোদন করেছে।

সিনেটে ৫১-৪৯ ভোটে তার মনোনয়ন অনুমোদন পায়। এর মধ্যে দুই মধ্যপন্থী রিপাবলিকান- যুক্তরাষ্ট্রের মেইন রাজ্যের সিনেটর সুসান কলিন্স ও আলাস্কা রাজ্যের লিসা মুরকোস্কি ডেমোক্র্যাটদের সাথে প্যাটেলের বিপক্ষে ভোট দেন।

কলিন্স ও মুরকোস্কি অতীতের ট্রাম্পের পক্ষে প্যাটেলের রাজনৈতিক সমর্থন এবং এফবিআইয়ের আইন প্রয়োগকারী কার্যক্রমের ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এদিকে প্যাটেলের পক্ষে রিপাবলিকান সমর্থকরা যুক্তি দেন যে এফবিআইয়ের ওপর জনগণের আস্থা কমে যাওয়ায় এর সংস্কার বাধাগ্রস্ত হয়েছে। তিনি সংস্থাটির সংস্কার করবেন।

অন্যদিকে ডেমোক্র্যাটরা প্যাটেলের মনোনয়নের তীব্র বিরোধিতা করে বলেন, অতীতে তিনি ট্রাম্পের সমালোচকদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার আহ্বান করেছিলেন। তাই এফবিআইয়ের নেতৃত্ব দিতে তিনি অযোগ্য।

উল্লেখ্য, ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৯ সালে মার্কিন প্রশাসনে যোগ দেন ক্যাশ প্যাটেল। সে সময় ট্রাম্প প্রশাসনে তার দ্রুত উত্থান হয়েছিল। তবে কিছু গণমাধ্যমের ভাষ্যমতে, তার এ উন্নতির পেছনে রয়েছে ট্রাম্পের প্রতি পূর্ণ আনুগত্য।

অতীতে ক্যাশ প্যাটেল খোলাখুলিভাবে এফবিআইয়ের সমালোচনা করেছেন। যুক্তরাষ্ট্রে ‘ডিপ স্টেটের’ (রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র) অস্তিত্ব থাকার ধারণার প্রচারণাও তিনি করেছেন। তিনি এফবিআইকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

সূত্র : রয়টার্স


আরো সংবাদ



premium cement
ডিসেম্বরে নির্বাচন আয়োজনে ইসি কতটা প্রস্তুত বৈষম্যমুক্ত সমাজের অঙ্গীকার মাতৃভাষার জন্য জীবনদান ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা কোন নির্বাচন আগে এই বিতর্কে সরকারের জড়ানো উচিত নয় : বিএনপি নিপাহর মতো বিপজ্জনক ক্যাম্পহিল ভাইরাস আবিষ্কার আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারিনি : ডা: শফিক রমজানের আগে বাজার স্থিতিশীল থাকলেও ভোজ্যতেলে সঙ্কট কাটেনি তরুণদের নেতৃত্বে ঠেলে দিয়ে বয়স্কদের গাইড করা দরকার জাতিসঙ্ঘের প্রতিবেদন হাসিনার আন্তর্জাতিক বৈধতাকে দুর্বল করবে ইসরাইলে রহস্যজনক বাস বিস্ফোরণের পর পশ্চিমতীরে অভিযানের নির্দেশ নেতানিয়াহুর সহজ জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার

সকল