২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

এফবিআই প্রধান হলেন ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেল

এফবিআই প্রধান হলেন ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেল - ছবি - সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলেকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির সিনেট।

রিপাবলিকান-নিয়ন্ত্রিত মার্কিন সিনেট বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও অনুগত প্যাটেলের মনোনয়ন অনুমোদন করেছে।

সিনেটে ৫১-৪৯ ভোটে তার মনোনয়ন অনুমোদন পায়। এর মধ্যে দুই মধ্যপন্থী রিপাবলিকান- যুক্তরাষ্ট্রের মেইন রাজ্যের সিনেটর সুসান কলিন্স ও আলাস্কা রাজ্যের লিসা মুরকোস্কি ডেমোক্র্যাটদের সাথে প্যাটেলের বিপক্ষে ভোট দেন।

কলিন্স ও মুরকোস্কি অতীতের ট্রাম্পের পক্ষে প্যাটেলের রাজনৈতিক সমর্থন এবং এফবিআইয়ের আইন প্রয়োগকারী কার্যক্রমের ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এদিকে প্যাটেলের পক্ষে রিপাবলিকান সমর্থকরা যুক্তি দেন যে এফবিআইয়ের ওপর জনগণের আস্থা কমে যাওয়ায় এর সংস্কার বাধাগ্রস্ত হয়েছে। তিনি সংস্থাটির সংস্কার করবেন।

অন্যদিকে ডেমোক্র্যাটরা প্যাটেলের মনোনয়নের তীব্র বিরোধিতা করে বলেন, অতীতে তিনি ট্রাম্পের সমালোচকদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার আহ্বান করেছিলেন। তাই এফবিআইয়ের নেতৃত্ব দিতে তিনি অযোগ্য।

উল্লেখ্য, ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৯ সালে মার্কিন প্রশাসনে যোগ দেন ক্যাশ প্যাটেল। সে সময় ট্রাম্প প্রশাসনে তার দ্রুত উত্থান হয়েছিল। তবে কিছু গণমাধ্যমের ভাষ্যমতে, তার এ উন্নতির পেছনে রয়েছে ট্রাম্পের প্রতি পূর্ণ আনুগত্য।

অতীতে ক্যাশ প্যাটেল খোলাখুলিভাবে এফবিআইয়ের সমালোচনা করেছেন। যুক্তরাষ্ট্রে ‘ডিপ স্টেটের’ (রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র) অস্তিত্ব থাকার ধারণার প্রচারণাও তিনি করেছেন। তিনি এফবিআইকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

সূত্র : রয়টার্স


আরো সংবাদ



premium cement
ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নবনির্মিত বাড়ি হস্তান্তর হামলার শিকার নায়িকা দিতির মেয়ে লামিয়া চৌধুরী হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো রয়ে গেছে : হারুন ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে : আহমেদ আজম খান চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট মদিনাতুল উলুম আমিনিয়া মাদরাসার উদ্যোগে সপ্তম বার্ষিক খতমে নবুওয়াত মহাসম্মেলন গুরুদাসপুরে শিশু হত্যা মামলায় গ্রেফতার ৩ বেস্ট রেটেড ব্যাংক অ্যাওয়ার্ড ২০২৪ পেলো এক্সিম ব্যাংক শহীদদের রক্তের সাথে বেইমানী করলে কোনো ছাড় নয় : আ্যাটর্নি জেনারেল বর্তমান ও সাবেক ক্যাডেটদের দেশসেবায় আত্মনিয়োগের অনুরোধ সেনাপ্রধানের আবারো বোলিং অ্যাকশন পরীক্ষা দেবেন সাকিব

সকল